শিউরে ওঠার মতো পোস্টমর্টেম রিপোর্ট অঙ্কিত শর্মার

নিউজটাইম ওয়েবডেস্ক : ২৬ ফেব্রুয়ারি বুধবার দিল্লির হিংসার বলি হন এক আইবি অফিসার। চাঁদবাগ এলাকার একটি নালা থেকে উদ্ধার করা হয় অঙ্কিত শর্মা নামের ওই অফিসারের মৃতদেহ। এবার প্রকাশ্যে এল তাঁর পোস্টমর্টেম রিপোর্ট। রিপোর্ট দেখে রীতিমত চোখ কপালে উঠেছে চিকিৎসকদের। তাঁদের দাবি, এর আগে এমন নৃশংস হত্যাকান্ড তাঁরা দেখেননি। পোস্টমর্টেম রিপোর্ট বলছে অঙ্কিত শর্মাকে ৪০০ বার ছুরির কোপ মারা হয়েছে। দেহের সমস্ত অঙ্গেই রয়েছে এর ছুরি দিয়ে কেপানোর চিহ্ন।

চিকিৎসকদের দাবি, একবারেই মারা হয়নি অঙ্কিত শর্মাকে। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা ধরে নির্যাতন চলে তাঁর ওপর। এই সময়ে প্রায় ৪০০ বার তাঁকে আঘাত করা হয় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ‌যাতে ওই অফিসার বেশি করে কষ্ট পান তাই তাঁর গলা অর্ধেক কেটে ফেলে হয়। ৪০ থেকে ৫০ জন কট্টরপন্থী লাঠির আঘাতে অঙ্কিত শর্মার বেশকিছু হাড় ভেঙে ‌যায় বলেও জানা গিয়েছে।

ছুরি দিয়ে এত নৃশংস ভাবে অঙ্কিত শর্মার শরীরে আঘাত করা হয় ‌যে, তাঁর শরীরের ভেতরের অংশও বাইরে বেরিয়ে আসে। এইভাবে ঘন্টাখানেক অত্যাচার করার পর হত্যা করা হয় ওই অফিসারকে। খুন করার পরেই তাঁর দেহ ফেলে দেওয়া হয় একটি নালাতে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube