
নিউজটাইম ওয়েবডেস্ক : শাহীনবাগের আন্দোলনের পিছনে ইসলামিক সংগঠনের আর্থিক সাহায্য রয়েছে,এমনই দাবি জানালেন ইডি আধিকারিকরা। ইডির সুত্রে আরো খবর,শাহীনবাগে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পিছনে আর্থিক সহায়তা করছে পি.এফ.আই নামক একটি ইসলামিক সংগঠন। এই সংগঠনের আন্দোলনের পিছনে কি উদ্দেশ্য আছে এবং কারা কারা জড়িত আছে তার তদন্ত করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকরা।
প্রসঙ্গত,গত ডিসেম্বর মাস থেকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে শাহীন বাগে আন্দোলনে শামিল হয়েছেন বিক্ষোভকারীরা। বহু সংখ্যায় মহিলারাও অংশ নিয়েছেন এই আন্দোলনে। দিনকয়েক আগে শাহীন বাগে গুলি চলার ঘটনায় তরজা এখনও চলছে। এরই মধ্যে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাহীন বাগের আন্দোলনকে দেশবিরোধীর তকমা নিয়ে আসরে নেমেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ ও অন্যান্য বিজেপি নেতারা শাহীন বাগের বিক্ষোভকারীদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022