
নিউজটাইম ওয়েবডেস্ক : রাস্তা বন্ধ করে অনির্দিষ্টকালের আন্দোলনের বিপক্ষে সুপ্রিম কোর্ট। এদিন শাহিনবাগের আন্দোলন নিয়ে শুনানিতে এমনটাই জানিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি সর্বোচ্চ আদালতের তরফে শাহিনবাগের শাহিনবাগ নিয়ে দৃষ্টিমূলক পর্যবেক্ষন সুপ্রিম কোর্টের
আন্দোলনকারীদের জন্য মধ্যস্থতাকারীও নিয়োগ করা হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। আন্দোলন করার অধিকার অবশ্যই আছে, কিন্তু অনির্দিষ্ট কালের জন্য রাস্তা আটকে আন্দোলন করা যায়না, মন্তব্য বিচারপতি সঞ্জীব কৃষ্ণ কল-এর। সাধারণ মানুষের অসুবিধা করে আন্দোলন চালিয়ে যাওয়া যায়না। যুক্তিগ্রাহ্য সমাধান সূত্র বার করা প্রয়োজন। প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে কে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে মধ্যস্থতা করার দায়িত্ব দিল শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালত এও জানিয়েছে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের জন্য বিকল্প স্থান বেছে দিতে পারে। আগেও রাস্তা বন্ধ করে আন্দোলনের বিপক্ষে মত প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। একসপ্তাহ আগে সর্বোচ্চ আদালত জানিয়েছিল রাস্তা বন্ধ করে অনির্দিষ্ট কালের আন্দোলন চলতে পারে না। তবে শাহিনবাগ থেকে সিএএ বিরোধীদের সরিয়ে দিতে অন্তবর্তী আদেশের আবেদন খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022