
Demonstrators attend a protest march against the National Register of Citizens (NRC) and a new citizenship law, in Kolkata, India, December 17, 2019. REUTERS/Rupak De Chowdhuri - RC2ZWD9Y3QAN
নিউজটাইম ওয়েবডেস্ক : আদালতের দাবি, জনতার রাস্তা আটকে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চলতে পারে না। শাহীনবাগের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে এমন নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট
নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহীনবাগে বিক্ষোভকারীদের অবস্থান বিক্ষোভ প্রায় দু মাস হতে চলল। এই আন্দোনের ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে ও মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে – এই মর্মে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল জনস্বার্থ মামলায়। সেই মামলার শুনানিতে সোমবার আদালত জানায়, ‘প্রতিবাদ আন্দোলন দীর্ঘ সময় ধরে চলছে। জনসাধারণের এলাকায় অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চলতে পারে না। এ জন্য অবশ্যই কোনও জায়গা নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন।’
শুক্রবারই আদালত জানিয়েছিল, দিল্লি নির্বাচনের পর সোমবার এ বিষয়ে দায়ের করা দুটি জনস্বার্থ মামলার শুনানি হবে।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022