
নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপির শাহিনবাগ নিয়ে অবস্থান নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের দাপুটে নেত্রী মহুয়া মৈত্র। তৃণমূল যে দিল্লি নির্বাচনে কেজরিওয়াল শিবিরের পাশে রয়েছে, তা আগেই জানিয়েছেন জেরে ও ব্রায়ান। আর এবার মোদী বিরোধীতাকে তুঙ্গে রেখে সরব হলেন মহুয়া মৈত্র। এক নামী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মহুয়া মৈত্রের দাবি, ‘ ওঁরা যা ইচ্ছে তাই করতে পারেন। কাল যদি চায় ৩৬৫ ধারা লাগু করতে পারে আর দার্জিলিংও চাইলে কাল ভাগ করে দিতে পারে ওঁরা। এটা আদর্শের প্রশ্ন। দড়ি সামনে থাকলে আপনাকে ভাবতে হবে, যে সেটা ফাঁসির জন্য ব্যবহার হবে , নাকি কুয়ো থেকে জলা তোলার জন্য…।’ মহুয়া মৈত্রের দাবি, সাম্প্রতিক রাষ্ট্রপতির ভাষণ অত্যন্ত বিভাজনমূলক ছিল। ‘মোশন অফ থ্যাঙ্কস’কে মেনে নিতে পারছেনা বিরোধী কোনও রাজনৈতিক শিবিরই। আর তার জন্যই তৃণমূল বিজেপির কট্টর বিরোধিতায় নামে । মহুয়া মৈত্রর দাবি, এই মোশন নিয়ে আগামী দিনের রূপরেখা স্থির করবে দলীয় নেতৃত্ব। তবে দিল্লি নির্বাচনের আগে তৃণমূলের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022