
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের দুই তারকা শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের ভক্ত অনেক। তবে বিশেষ করে এই জুটিকে সিনেমার পর্দায় দেখতে মুখিয়ে থাকেন অনেকে। ‘ওম শান্তি ওম’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। তারপর থেকেই ভালোবাসা কুড়িয়েছেন ভক্তদের থেকে। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’এর মতো ছবিতে তাঁদের জুটি বাঁধতে দেখা গি্যেছে। আবারও তাঁদের ছবি মুকি পাবে বড় পর্দায়।
নতুন বছরে ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে দীপিকা-শাহরুখ অভিনীত ‘পাঠান’।সম্প্রতি ওই সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তি পেয়েছে। এরপরেই সমালোচনায় মুখর হয়েছে নেট মাধ্যম। অনেকের দাবি, শাহরুখ এবং দীপিকার আর বয়স নেই। তাঁদের নাকি পর্দায় এই চরিত্রে ভালো লাগছে না। আবার অনেকের দাবি, গানটিতে অকারণ নগ্নতা দেখানো হয়েছে, যা দৃষ্টিকটু লাগছে অনেকের। অন্যদিকে ‘পাঠান’ সিনেমা বয়কটের ডাক দিয়েছে এক পক্ষ। মধ্যপ্রদেশে বয়কট হতে পারে ‘পাঠান’। এমন ইঙ্গিতও মিলেছে। মধ্যপ্রদেশের স্বরাস্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, এই সিনেমা খারাপ উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। সব মিলিয়ে ‘পাঠান’ মুক্তির আগেই শুরু হয়েছে জোর তরজা।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023