
শাসক দলকে নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় তখন একে একে শিল্পী, কলাকুশলীরা মুখ খুলছেন, সোচ্চার হচ্ছেন । এবার সরব হলেন অভিনেতা ঋদ্ধি সেন । টলিউডে পরিচিত মুখ কৌশিক সেন ও রেশমী সেনের পুত্র ঋদ্ধিও টলি পাড়ার বেশ পরিচিত মুখ । বলাই বাহুল্য নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করেছেন ঋদ্ধি । এবার তিনিই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গেলেন বেজায় চটে! একহাত নিলেন শাসক দলকে । পাশে দাঁড়ালেন এক নাট্যকর্মীর ।
কী হয়েছে হঠাৎ? ঋদ্ধি তাঁর ফেসবুক পোস্টে অভিযোগ এনেছেন তৃণমূল-কংগ্রেসের বিরুদ্ধে । অভিনেতা জানাচ্ছেন, রানাঘাটের ‘সৃজক’ নামক নাট্যদলের নাট্যকর্মী ‘কসাই’ নাটক পরিবেশনের পরেই নাকি তৃণমূল- কংগ্রেস কর্মীরা শারিরিকভাবে আক্রমণ করে সেই নাট্যকর্মীকে । তারপরে তাঁকে হুমকিও দিয়ে তৃণমূল কর্মীরা নাট্যচর্চা বন্ধ করার বলেই অভিযোগ ঋদ্ধির ।
ফেসবুক পোস্টে এই নক্কারজনক ঘটনার বিবরণ দিয়ে রীতিমত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ঋদ্ধি । রাজ্যের দুর্নীতি এমনকি ইডি তলব করা অভিনেতা-অভিনেত্রীদের প্রতি ঘেন্নায় ভরিয়েছেন নিজের ফেসবুক পোস্ট । শুধু তাই নয়, অভিনেতা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা টেনেছেন সেই নির্যাতিত নাট্যকর্মীর । নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্যয়ের পাশে দাঁড়িয়ে চেয়েছেন তাঁর নিরাপত্তাও ।

ঋদ্ধি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে যদি তাঁর বাসস্থানের বাইরে সাধারণ মানুষের অসুবিধা করে পুলিশ ফোর্স দাঁড়িয়ে থাকতে পারে, তবে নিরুপম ভট্টাচার্যকে এমন হুমকির পরে নিরাপত্তা দেওয়া প্রয়োজন । ঋদ্ধির উপলব্ধি ,’ কারণ দু’জনেই মানুষ, তফাত শুধু শিরদাঁড়ায়’। অভিনেতা বলেছেন, শাসক দলের পৃষ্ঠপোষকতা করেন তাদের জন্যই সব ছাড়, বাকিদের কপালে জোটে শুধুই মার আর চোখ রাঙানি । আর এই পোস্টেই স্পষ্ট, নাম না করে একাধিক টলি তারকাদেরও আক্রমণ করেছেন অভিনেতা ঋদ্ধি সেন ।
- ‘আধ মরাদের ঘা মেরে’ বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ উইমেন্স কলেজ ক্যালকাটা - June 6, 2023
- ‘মৃত্যুযান’ করমণ্ডল! - June 3, 2023
- ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি! - June 2, 2023