শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। মঙ্গলবার থেকে ভেন্টিলেশনে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর বয়স হয়েছে ৮৪ বছর। বর্তমানে দিল্লির সেনা হাসপাতালে আছেন। রবিবার পরে গিয়ে মাথায় চোট পান তিনি, এরপর অস্ত্রোপচার হয়। তারপর থেকেই অবস্থার অবনতি হয়ে চলেছে তাঁর।‌যদিও মাথায় জমাট বাঁধা রক্তের অস্ত্রোপচার সফল হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিস্কে রক্ত জমাট বেঁধে ‌যাওয়ায় অস্ত্রপচার করা হয়। তারপর থেকেই ভেন্টিলেশনে আছেন তিনি। এখনও প‌র্যন্ত উন্নতির কোনো লক্ষণ নেই। প্রণব-পুত্র অভিজিৎ ইতিমধ্যেই জানান ৯৬ ঘন্টার আগে কিছু জানানো ‌যাবে না।

এই প্রবীন নেতার শারীরিক অবস্থার খবরে উদ্বিগ্ন গোটা দেশের রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দল মতাদর্শ নির্বিশেষে তাঁর আরোগ্য কামনা করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফোন করে খবর নিয়েছেন। তাঁর আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিবারের সাথে কথা বলেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। 

রবিবার গভীর রাতে বাথরুমে পরে গিয়ে মাথায় চোট পান প্রাক্তন রাষ্ট্রপতি। এর পরের দিন সাকল থেকেই তাঁর স্নায়ুঘটিত কিছু সমস্যা দেখা দেয়। এরপর বিভিন্ন পরীক্ষা করে দেখা ‌যায় তাঁর মস্তিস্কে রক্ত জমাট বেঁধেছে এবং তার সাথেই দেখা ‌যায় তাঁর শরীরে কোভিডও রয়েছে। এরপরই ঐ জমাট বাঁধা রক্তের জন্যে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপর থেকেই ভেন্টিলেশনে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube