শামি-বুমরাহদের লড়াই ব্যর্থ,আশঙ্কা হোয়াইটওয়াশের

নিউজটাইম ওয়েবডেস্ক : শামি-বুমরাহের লড়াউ কাজে এলোনা। ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ও হোয়াইটওয়াশের আশঙ্কা ভারতীয় শিবিরে। রবিবার ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনটা ছিল বোলারদের। সারাদিন ১৬ উইকেট পড়ল। সকালে শামি-বুমরার  বোলিং বিক্রমে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে ‌যায় ২৩৫ রানে। ভারত প্রথম ইনিংসে ২৪২ রান করায় ৭রানের লিড পায় কোহলির দল। ৪ উইকেট নেন মহম্মদ শামি। ৩উইকেট তুলে ছন্দে ফেরেন জসপ্রীত বুমরাহ। বোলিং-ফিন্ডিংয়ে এদিন অনবদ্য রবীন্দ্র জাদেজা। ২টো উইকেট নেওয়া ছাড়া ও ২টি অসামান্য ক্যাচ ধরেন ভারতীয় অলরাউন্ডার।কিন্তু বোলারদের পারফরম্যান্সের ম‌র্যাদা দিতে ব্যর্থ  ভারতীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৯০রানেই ৬ উইকেটহারিয়ে চাপে ভারত। বোল্ট-সাউদিদের সুইং সামলাতে ফের ব্যর্থ ভারতীয় টপ অর্ডার। বোল্ট একাই নিলেন ৩ উইকেট। অধিনায়ক কোহলি ফের ব্যাট হাতে ব্যর্থ। দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড মাত্র ৯৭ রানের। হাতে ৪ উইকেট। সোমবার টেস্টের তৃতী‌য় দিন ঋষভরা কতোটা লড়াই দিতে পারেন অখন সেটাই দেখার।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube