শহরে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার

মহেশতলা থানার অন্তর্গত ডাকঘর কালীমন্দিরের পাশে শনিবার সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় । আর তারপরেই তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই ব্যক্তিকে কেউ মাথায় ও মুখে ইট দিয়ে থেঁতলে মেরে খুন করার চেষ্টা করে ।

ওই ব্যক্তির মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে স্পষ্ট । ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায় থানায় । মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মহেশতলা থানা পুলিশ তদন্ত শুরু করেছে ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube