
।।সন্তোষ ঠাকুর।।
বিধান নগর পৌর নিগমের ৩৬ নাম্বার ওয়ার্ডের ছয়নাভি এলাকার খাল থেকে পচা গলা মৃত দেহ উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে গিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
আজ সকালে স্থানীয়রা দেখতে পান ওই খালে একটি দেহ ভাসছে। এর পর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তবে এখনও পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি ওই ব্যক্তির । নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। খুন করে কেউ ফেলে গেছে নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে।
Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023