শর্তসাপেক্ষে গড়াবে রথের চাকা, পুরীতে ‘টোটাল শাটডাউন’

নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে গড়াতে চলেছে পুরীর রথের চাকা। সোমবার শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে কোনওরকম জনসমাগম করা চলবে না। সাফ নির্দেশ শীর্ষ আদালতের। আদালতের নির্দেশ মেনেই সোমবার রাত ৯টা থেকে বুধবার দুপুর ২টো পর্যন্ত গোটা পুরী জেলাতে শাটডাউন ঘোষণা করেছে ওড়িশা সরকার। একইসঙ্গে পুরী ছাড়া অন্য কোথাও রথযাত্রার অনুমতি দেয়নি সুপ্রিমকোর্ট।

করোনা আবহে পুরীর রথযাত্রার ওপর গত ১৮ই জুন স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিমকোর্ট। এই মহামারির সময়ে রথযাত্রার মত বিপুল জনসমাগম হলে স্বয়ং জগন্নাথদেবও ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছিলেন বিচারপতি। কিন্তু এরপরই বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করে সুপ্রিমকোর্টে। রবিবার এই মামলার শুনানিতে কেন্দ্রের পক্ষের সলিসিটার জেনারেল তুষার মেহতা পিটিশন দাখিল করে জানান, কোনওরকম জনসমাগম না করেই পুরীর রথযাত্রার আয়োজন করা সম্ভব। ওড়িশা সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনে কার্ফু জারি করে রথযাত্রা করা যেতে পারে। প্রায় একইরকম দাবি জানিয়ে ডজনখানেক পিটিশন জমা পড়ে। সোমবার এই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টায়। কিন্তু মামলাটি নিজে শুনবেন বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি। এরপর বিচারপতি বদল হয়ে মামলার ভার্চুয়্যাল শুনানি শুরু হয় দুপুর আড়াইটে নাগাদ। এদিনের শুনানিতে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী এক বছর রথযাত্রা না হলে, আগামী ১২ বছর রথযাত্রা হতে পারবে না। সেক্ষেত্রে এলাকা জনশূন্য রথের রশিতে টান দেওয়া যেতে পারে বলে আদালতে জানান সলিসিটার জেনারেল। প্রায় ঘন্টা দুয়েকের ভার্চুয়্যাল শুনানি শেষে অবশ্য রথযাত্রায় শর্তসাপেক্ষে সম্মতি দেন প্রধান বিচারপতি এস বোবদে। শীর্ষ আদালতের নির্দেশ, কোনওরকম জনসমাগম ছাড়া রথযাত্রা সম্পন্ন সুনিশ্চিত করতে হবে ওড়িশা সরকারকে। পাশাপাশি, যে সমস্ত সেবাইতরা করোনা আক্রান্ত নন, শুধুমাত্র তাঁরাই অংশ নিতে পারবেন পুরীর রথযাত্রা অনুষ্ঠানে। প্রধান বিচারপতি আরও বলেন, ওড়িশা সরকার যদি মনে করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তবে তারা রথযাত্রা বন্ধও করে দিতে পারে।  তবে পুরী ছাড়া দেশের অন্য কোথাও রথযাত্রা করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। 

সুপ্রিমকোর্টের এই নির্দেশের কিছুক্ষণের মধ্যেই ওড়িশা সরকার ‘টোটাল শাটডাউন’ ঘোষণা করেে। সোমবার রাত থেকে বুধবার দুপুর ২টো পর্যন্ত গোটা পুরী জেলাকে কার্যত তালাবন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়েক সরকার। পাশাপাশি পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ রথযাত্রা করতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। রথযাত্রার অনুমতি দেওয়ার জন্য সুপ্রিমকোর্টকে ধন্যবাদও জানিয়েছেন নবীন পট্টনায়েক।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube