শনিবার রাত অবধি সুশান্তের সাথেই ছিলেন রিয়া, পড়তে হতে পারে জেরার মুখে

নিউজটাইম ওয়েবডেস্ক : এই গোটা বিষয়ে আলোচনায় বারবার উঠে আসছে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রীহা চক্রবর্তীর নাম। সুশান্তের সঙ্গে এই বাঙালি অভিনেত্রীর প্রেম সম্পর্কের জল্পনা ইন্ডাস্ট্রিতে বহুদিনের। জানা গিয়েছে শেষ কয়েকদিন ধরে নাকি সুশান্তের অ্যাপার্টমেন্টেই থাকছিলেন রীহা।যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনোদিন ই মুখ খোলেননি তারা।

 সূত্রের খবর সুশান্তের মৃত্যুর সময় তাঁর অ্যাপার্টমেন্টে চারজন উপস্থিত ছিল।তাঁর এক বন্ধু শনিবার রাত থেকেই সেই অ্যাপার্টমেন্টে ছিল,এবং তাঁর তিন হাউস হেল্প-দুই কুক এবং এক পরিচারক। রবিবার সকাল দশটা নাগদ জুসের গ্লাস হাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুশান্ত। এরপর দুপুরের খাবারের মেন্যু জানতে গিয়ে তাঁকে অনেক ডাকাডাকি করেন কুক,তবে সাড়া মেলেনি। অবশেষে দুপুর সাড়ে বারোটা নাগাদ ফোন করা হয় সুশান্তের দিদিকে,ফোন যায় স্থানীয় থানাতেও। এক চাবিওয়ালাকে ডেকে দরজা খুলে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান  বন্ধু ও হাউস হেল্পরা। সূত্রের খবর শনিবার রাত পর্যন্ত নাকি সুশান্তের বান্দ্রার জোগার্স পার্কের মাউন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টেই ছিলেন রীহা। কিন্তু সুশান্ত তাঁকে বাড়ি চলে যেতে বলেন। এবং রাতেই নিজের ফ্ল্যাটে ফিরে আসেন রীহা। 

সুশান্তের মৃত্যু নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি তাঁর এই চর্চিত বান্ধবী। তবে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে যখন গোটা দেশ তোলপাড়, অনেকেই বলার শব্দ খুঁজে পাচ্ছেন না তখন ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থেকেছেন রীহা।রবিবার দুপুরে নিজের প্রমোশন্যাল পোস্ট ইনস্টা স্টোরিতে শেয়ার করতে কিংবা আরমান মালিকের গানকে নিজের বর্তমান ‘ফেবারিট জ্যাম’ বলে উল্লেখ করতে। সুশান্তের মৃত্যুর খবর সামনে আসার পর রীহার এই ইনস্টাগ্রাম স্টোরি থেকে হতবাক সকলেই! এটাও সম্ভব? প্রশ্ন উঠছে তাঁদের মনে। তবে কী সত্যি তখনও সুশান্তের আত্মহত্যার খবর রীহার কানে পৌঁছায়নি নাকি সবকিছু ঠিক ছিল না দুজনের সম্পর্কে? দানা বাঁধছে জল্পনা।

রাবতা কোস্টার কৃতী শ্যাননের সঙ্গেও সুশান্তের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। সুশান্তের মৃত্যু নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কৃতীরও।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube