
নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার চলতি মাসের লকডাউনের দ্বিতীয় দিন। রাজ্যজুড়ে এই লকডাউন। কোভিডের শৃঙ্খল ভাঙতে আনলক পর্বের শুরুতেই সপ্তাহে দু’দিন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। চলতি মাসে এর আগে ৫ তারিখ ছিল সম্পুর্ণ লকডাউন। এই পর্বের লকডাউন কড়া হাতে সামলাচ্ছে পুলিশ। তৎপর ভাবে অকারণ ঘুরে বেড়ানোকে রোখা হচ্ছে রাজ্যজুড়ে।
শনিবারের লকডাউনও বেশ কড়া হাতে সামলাচ্ছে প্রাশসন। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে শনিবার সকাল ৬টা থেকে মোতায়েন থাকবে পুলিশ। শহরে যাতে বাইরে থেকে কোনো গাড়ি ঢুকতে না পারে তাই সমস্ত প্রবেশ পথ গুলি বন্ধ করে রাখা হয়েছে। শহর জুড়ে বিভিন্ন জায়গায় নাকাতল্লাশির ব্যবস্থা করা হয়েছে। গোটা শহর জুড়ে ২৮টি জায়গায় গার্ডরেল দিয়ে নাকা তল্লাশি করা হচ্ছে। প্রত্যেকটি জায়গায় ট্রাফিক গার্ডের সাথে সাথে স্থানীয় থানার অফিসারেরা। প্রসঙ্গত, আগামী সপ্তাহে কোনো লকডাউনের দিন নেই। চলতি মাসের ২০-২১, ২৭-২৮, এবং ৩১ তারিখ লকডাউন হবে রাজ্যজুড়ে। ধর্মতলা, পার্কস্ট্রীট এলাকায় কড়া নজর রাখছে পুলিশ। গাই, মোটরসাইকেলের সাথে সথে সাইকেল এমনকি পথচলতি মানুষকেও চেকিং করা হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022