
নিউজটাইম ওয়েবডেস্ক : নিষেধাজ্ঞা শিথিল হওয়ার জেরে আগামী শনিবার, ১৩ জুন থেকে ভক্তজনের জন্য আবার খুলে যাচ্ছে দক্ষিণেশ্বরের ভবতারিণী দেবীর মন্দির।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার থেকে প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে মন্দির। যাঁরা পুজো দিতে ইচ্ছুক, তাঁদের সামাজিক দূরত্ববিধি মেনে পরস্পরের মধ্যে ৮ ফিট দূরত্ব বজায় রাখতে হবে। মন্দির চত্বরে একসঙ্গে ১০ জনের বেশি দর্শণার্থী প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া দর্শণার্থীদের ফেসমাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে। মন্দির চত্বরে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে কি না, সে সম্পর্কে অবশ্য সবিস্তারে কিছু জানা যায়নি। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শণার্থীদের স্যানিটাইজার সঙ্গে রাখতে বলা হয়েছে। গত ২৩ মার্চ করোনাভাইরাস সংক্রমণের জেরে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলে ভারতের সমস্ত দেবস্থানের মতো দর্শণার্থীদের প্রবেশ রোধ করতে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরের মন্দিরও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022