শনিবারে কার ভাগ্য খুলল?

মেষ– কর্মক্ষেত্রে শত্রুদের জোট নাশ করে এগিয়ে যাবেন । ব্যবসায়ীদের বাড়তি লগ্নি না করাই ভালো ।

বৃষ– প্রেমের জটিলতা কেটে যেতে পারে আজ । প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্কে উন্নতি । লটারিতে প্রাপ্তিযোগ।

মিথুন– কঠোর পরিশ্রমের ফলে কর্মন্নোতি । তবে বাড়ি-ঘর,জমি এখনই না কেনা-বেচা করাই মঙ্গল ।

কর্কট– মহৎ কাজে আসতে পারে বাধা । ভাষা চয়ন ও ব্যাবহারে লাগাম না টানায় অপ্রিয় হতে পারেন।

সিংহ– নিজের দক্ষতায় কর্মক্ষেত্রে সব জটিলতা কাটিয়ে প্রশংসা পাবেন । শরীর কিঞ্চিৎ ভোগাবে ।

কন্যা– আপাতত ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো । সুবুদ্ধির জোরে কর্মক্ষেত্র থেকে বাড়িতে প্রশংসা লাভ।

তুলা– স্বাস্থ্যের কারণে কাজ হাতছাড়া হতে পারে । উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া করা উচিৎ নয়।

বৃশ্চিক– বুদ্ধির জোরে সমস্ত বাধা কাটিয়ে কাজ উদ্ধার । বিকল্প কাজের সন্ধান চালিয়ে যাওয়া দরকার ।

ধনু– কাজের হাত ধরে ভ্রমণের স্বপ্ন পুরন হতে পারে । তবে শারীরিক জটিলতা ভ্রমণ বানচাল করতে পারে ।

মকর– শরীর ভোগাতে পারে । কর্মক্ষেত্রে শত্রুদের অপচেষ্টা রুখে অগ্রগতির সম্ভাবনা।

কুম্ভ– কর্মে উন্নতি । বদলির সম্ভাবনা । সম্পত্তি নিয়ে স্বজন বিবাদ ।

মীন– মুখে লাগাম না টানায় স্বজন বিবাদ । ন্যায্য পাওনা হাতছাড়া হতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube