শত বিরোধিতা সত্ত্বেও দেশে সিএএ হবে, বারাণসী থেকে স্পষ্ট বার্তা মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক : সিএএ-এর বিরোধীতায় ‌যখন উত্তাল গোটে দেশ, তখনও সেই উত্তাপে পুড়তে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খাওয়ার পরও ‌যে নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ছেননা মোদি, তাই রবিবার বারাণসী থেকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

রবিবার নিজের নির্বাচনী ক্ষেত্র, বারাণসীতে একাধিক প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখান থেকেই জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী বিল পাস নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর কথায় দীর্ঘ বছরের পরিশ্রমের ফল এই সিএএ। ‌যত চাপই থাকুক না কেন কোন অবস্থাতেই আইনগুলিকে প্রত্যাহার করা হবেনা। কারন এইসব সিদ্ধান্তে নেওয়ার পেছনে রয়েছে দেশের স্বার্থ। একইসাথে এদিন রামমন্দির নিয়েও সরব হন তিনি।

প্রসঙ্গত, এদিন বারাণসী সফরে কাশী-মহাকাল এক্সপ্রেসের যাত্রার সূচনা থেকে শুরু করে আরএসএস ভাবাদর্শী দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিরও (৬৩ ফুট) উন্মোচন করেন তিনি। সেখান থেকেই সিএএ আন্দোলনকারীদের পাশে থাকার জন্য বিরোধীদের নিশানা করেন মোদি। একইসাথে তিনি এটাও স্পষ্ট করেন ‌যে, ‌যতরকম চাপই হোক এবং ‌যতই বিরোধীতা হোক দেশে সিএএ হবেই।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube