
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের মৃত্যু শতাধিক বাদুড়ের। মঙ্গলবার বিহার সরকারের পশুপালন বিভাগের চিকিৎসকদের একটি দল ভোজপুর জেলায় ব্যপক হারে বাদুড়ের মৃত্যুর খবর সুনিশ্চিত করেছেন। মৃত ওই বাদুড়গুলির লালারস বা সোয়েব পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাটনায় পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, টেস্টের রিপোর্ট প্রকাশ্যে এলেই সেগুলির মৃত্যুর কারন জানা যাবে।
এদিন শতাধিক বাদুড়ের মৃত্যুর খবর পেয়েই ভোজপুর জেলা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিনে তারারি নামে একটি এলাকায় পৌঁছান পশুপালন বিভাগের চিকিৎসকদের ওই দল। স্থানীয় বাসিন্দাদের কথায়, সোমবার তারারিতে প্রচুর বাদুড়কে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপরেই পুরো বিষয়টি পুশুপালন বিভাগকে জানানো হয়েছে। এবিষয়ে জেলা পশুপালন কর্মকর্তা ডঃ সিদ্ধনাথ রায় জানান, প্রচুর বাদুড় মৃত্যুর খবর পাওয়ার পরেই মঙ্গলবার ওই ঘটনাস্থল পরিদর্শনে যান ৬ জন চিকিৎসকের একটি দল। তাঁরা জানান, সেখানে প্রায় ২০০টি বাদুড় মারা গিয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যেই বাদুড়গুলির সোয়েবের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাটনার অ্যানিম্যাল হেল্থ অ্যান্ড প্রডাকশন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। বর্তমানে করোনা আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশবাসী। অনেকের ধারণা বাদুড় থেকেই এই ভাইরাসের জন্ম। আর তাই এই পরিস্থিতিতে শতাধিক পরিমাণ বাদুড়ের মৃত্যু নিঃসন্দেহে নতুন করে যে সাধরন মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করবে তা বলাই বাহুল্য। করোনা ভাইরাসের লাইভ আপডেটের জন্য জেলা পশুপালন কর্মকর্তারা জানিয়েছেন যে পাটনা ইন্সটিটিউট থেকে পরীক্ষার রিপোর্ট আসার পরেই তাঁরা মৃত্যুর কারন প্রসঙ্গে তথ্য জানাতে পারবেন। তবে এই ঘটনা বার্ড ফ্লু -এর সাথে জড়িত নয় বলেই আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। সমস্ত চিকিৎসাপদ্ধতি অনুসরণ করে মৃত বাদুড়গুলিকে মাটিতে ৫-৬ ফুট গভিরে কবর দেওয়া হয়েছে। একইসাথে ঘটনাস্থল ও আশেপাশের এলাকা পুরোপুরি ভাবে স্যানিটাইজ করা হয়েছে।Latest posts by news_time (see all)
- প্রথম রূপান্তরকামী ‘বাবা’ সন্তান প্রসব করলেন - February 9, 2023
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023