
নিউজটাইম ওয়েবডেস্ক : লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার কংগ্রেসকে কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নাম না করেই কংগ্রেস নেতাদের ‘টিউবলাইট বলেও আক্রমন করেন মোদী।
সংসদে এদিন যখন প্রধানমন্ত্রী বক্তৃতা রাখছিলেন ঠিক তখনই কংগ্রেসের দলনেতা তথা মুর্শিদাবাদের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী উঠে পড়ে তাঁর বিরোধিতা করতে শুরু করেন। তখন ওই কংগ্রেস সাংসদকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অধীরবাবু বসে পড়ুন। পিছনের সাংসদরা হাসছেন। আপনার মতো বরিষ্ঠ রাজনৈতিকের জন্যে এটা অপমানজনক। এটা আপনাকে শোভা দেয় না।’ এরপর অধীর রঞ্জন চৌধুরী বসে পড়তেই তাঁর সমর্থনে বলতে ওঠেন রাহুল গান্ধী। ভাষণ দিতে দিতে তখন ফের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলতে শুরু করেন, ‘আমি ২০-৪০ মিনিট ধরে বলছি। কিন্তু কারেন্ট পৌঁছাতে এতক্ষণ লাগল। অনেক সময় টিউব লাইট এরকম হয়ে থাকে।’ একইসাথে এদিন রাহুল গান্ধীর করা ‘ডান্ডা পেটা’ মন্তব্য নিয়েও মুখ খোলেন মোদী। তিনি বলেন, ‘আমি শুনলাম যে এক কংগ্রেস নেতা (রাহুল গান্ধী) গতকাল বলেন যে, ৬ মাসের মধ্যে মোদীকে দেশের যুব সমাজ ডান্ডা পেটা করবে। আমি এই মন্তব্য শোনার পর সিদ্ধান্ত নিয়েছি যে আমার সূর্য নমস্কারের সময় বাড়িয়ে দেব। এতে আমার পিঠ আরও মজবুত হবে।’Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023