
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
‘মিরাকেল হল না, ইতিহাসের পুনরাবৃত্তিও ঘটল না। বেঞ্জিমা ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ভ্যানিস হয়ে গেল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল রিয়াল। দুই পর্ব মিলিয়ে ৬-২ ফলে জিতে সহজেই শেষ আটের টিকিট পেয়ে গেল কার্লো আনসেলোত্তির দল। ৩ গোলে এগিয়ে থেকে ঘরের মাঠে খেলতে নেমেছিল রিয়াল। কোয়ার্টার ফাইনালে যেতে হলে নাটকীয় কিছু করতে হত সালাহদের। কিন্তু বার্নাবিউতে কোনও থ্রিলার ঘটল না। ডিফেন্স জমাট করেই জয় তুলে নিল স্প্যানিশ জায়ান্টরা। ৭৮ মিনিটে কাজের কাজটি করলেন বেঞ্জিমা। ইউরোপ সেরার ট্রফির দিকে আরও এক কদম এগোলো রিয়াল, হতাশা দিয়েই পরিসমাপ্তি লিভারপুলের। আইনখ্রাট ফ্রাঙ্কফুটকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাপোলি। প্রথম পর্বের ২-০ গোলে জেতার পর ঘরের মাঠে ৩-০ ব্যবধান জয় নাপোলির। ইউরোপ সেরার লড়াইয়ে প্রথমবার শেষ আটে জায়গা করে নিল ইতালির ক্লাবটি। ম্যাচের আগে ফ্রাঙ্কফুট সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে নাপোলি ভক্তদের। অশান্ত হয়ে উঠে ইতালির রাজপথ।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023