
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা যুদ্ধে চিকিৎসকদের সাথে সাথে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়াই চালাচ্ছে দেশের পুলিশ কর্মীরা। চুড়ান্ত আশঙ্কাজনক অবস্থায়ও প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করে চলেছেন সকলে। দায়িত্ব থেকে একচুলও নড়েননি তারা। এই কারণে ইতিমধ্যেই অসংখ্য পুলিশ কর্মী কোভিড আক্রান্তও হয়েছেন। মৃত্যুও হয়েছে অনেকের। তাও কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এবার সেই সমস্ত করোনা পরিস্থিতির যোদ্ধাদের সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পুর্নগঠন করা হবে পুলিশ ওয়েল ফেয়ার বোর্ড। প্রত্যেক জেলায় থাকবে এই বোর্ডের একটি করে কার্যালয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়েলফেয়ার বোর্ডের কাজ। তবে সোমবার সবথেকে উল্লেখযোগ্য যে ঘোষণা করেন প্রধানমন্ত্রী, তা হল, এরপর থেকে রাজ্য ও কলকাতা পুলিশ দুই ক্ষেত্রেই এবার থেকে মহিলা ও পুরুষ পুলিশ কর্মীদের জন্যে সমান ক্যাডার গ্রেডেশন হবে। যাতে পদোন্নতির সুযোগ পুরুষ কর্মীদের সাথে সাথে মহিলারাও সমান ভাবে পান। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পুলিশ কর্মীদের ক্ষেত্রে মহিলা ও পুরুষদের পদোন্নতির বিষয়ে খানিকটা বৈষম্যই ছিল, এই বৈষম্য দুর করার জন্যেই এই প্রচেষ্টা। পদোন্নতির ক্ষেত্রে এবার মহিলা ও পুরুষ ক্যাডারদের জন্যে অভিন্ন তালিকা প্রকাশিত হবে। এতদসত্বেও কলকাতা পুলিশের বিভিন্ন গাফিলতির কথা শুনে তিনি বেশ ক্ষুব্ধই হন। অভিযোগের সুরেই জানান, শহরে-রাজ্যে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বাস করেন। শহরের সমস্ত জায়গায় জন ঘনত্ব সমান নয়। তা সত্বেও সমস্ত রকম ভাবে নাগরিকে পাশে দাঁড়াচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশ। সমস্ত বিপর্যয়ে তারা সামনের সারিতে থেকে কাজ করে চলেছেন। এর মধ্যে কিছু ভুল চুক হলে সেটা নিয়ে পুলিশকে দোষারোপ করা মোটে ঠিক নয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ অন্যতম ভালো পারফরম্যান্স। তাদের দোষ দেওয়ার আগে যোগী রাজ্যে বা বিহারে বা তথাকথিত বিজেপি শাসিত রাজ্য গুলিতে পুলিশের ভূমিকা যাচাই করে দেখলেই বোঝা যাবে রাজ্য ও কলকাতা পুলিশের পারদর্শিতা। তিনি এদিন বিজেপির নাম না করেই তাদের দিকে অভিযোগের আঙুল তুলে জানান, তেন্দ্রের তরফ থেকে কড়া নিষেধাজ্ঞা সত্বেও বহু বিরোধি দল নির্বাচনের জন্য বিভিন্ন কর্মসূচি জারি রাখছে। তাতে জন সমাগমও হচ্ছে। আমরা তা না করলেও বহু পুলিশকর্মীকে এই সমস্ত জমায়েত সামলাতে গিয়ে কোভিড আক্রান্ত হতে হয়েছে। রাজ্য জুড়ে ২১ জন পুলিশ কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছে কোভিডে আক্রান্ত হয়ে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022