ছয় বছর পর আবার ট্রফি ঢুকল রেড ডেভিলসদের ক্যাবিনেটে। নিউক্যাসেলকে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতল ম্যান ইউ। ওয়েম্বলি স্টেডিয়ামে ২-০ গোলে জয় পেল এরিক টেন হাগের দল। ৩৩ মিনিটে ক্যাসিমিরোর প্রথম গোল। ছয় মিনিটের মধ্যেই ব্যাটমানের আত্মঘাতী গোল, ম্যাচের ভাগ্য ওখানেই চূড়ান্ত হয়ে গল।
২০১৬-১৭ মরশুমের পর আবার ট্রফি জয়ের স্বাদ পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্যদিকে ৭০ বছর পর ইংল্যান্ডের ঐতিহ্যশালী ট্রফি জয়ের হাতছানি ছিল নিউক্যাসেলের সামনে। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল নিউক্যাসেলকে।