লিওর মুঠোয় স্বপ্নকাপ

নিউজটাইম ওয়েবডেস্ক : লিওনেল আন্দ্রেস মেসি নামক রূপকথার মধুরেন সমাপয়তে। ২০০৬ থেকে আর্জেন্টিনাবাসীকে যে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন মেসি, তা বাস্তিবায়িত হল ২০২২ সালে। এই রাত রূপকথার স্বপ্ন পূরণের রাত। পারবেন কি মেসি আগামী কটা রাত ঘুমোতে ? ছোটো থেকে যে স্বপ্ন বুকে করে বড় হয়েছেন। আর্জেন্টিনার মানুষ মেসির যে স্বপ্নকে নিজের স্বপ্ন বলে বিশ্বাস করেছেন তার পূর্ণতা পেল কাতারের লুসেইল স্টেডিয়ামে।

২০১৪ সালেও দেশকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন মেসি। কিন্তু সেবার কেবল সেরা ফুটবলারের ট্রফি গোল্ডেন বলটা নিয়েই দেশে ফিরতে হয়েছিল। ২০২২ এও সেরা ফুটবলার হিসেবে সোনার বলটা তিনি পেলেন। সঙ্গে দিয়াগো মারাদোনার পাশে নাম তুলে বিশ্বকাপও নিয়ে গেলেন বুয়েনাস আয়ার্সে। মেসির ট্রফি ক্যাবিনেটে এখন নেই বলতে শুধু গোল্ডেন বুট। বাকি আর কিছুই নেই। বোধহয় এইটুকু অসম্পূর্ণতা রাখতে চেয়েছেন ঈশ্বর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube