লিওনেল মেসির হাতে বিশ্বকাপ উঠবে?

নিউজটাইম ওয়েবডেস্ক :

সেমিফাইনাল পর্যন্ত পৌঁছোনো গিয়েছে। কিন্তু এবার ভয়ঙ্কর ক্রোট চ্যালেঞ্জ। মঙ্গলবার রাত সাড়ে বারোটায় প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। সম্ভবত ব্রাজিল ম্যাচের মতই স্ট্র্যাটেজি নিয়ে নামবে ক্রোটরা। যে কোনওভাবে ম্যাচটাকে ১২০ মিনিটে নিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে। তারপর তো আছে তাদের টাইব্রেকার। মেসিরা ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চাইবেন।

এই ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় সমস্যা লেফট ব্যাকে অ্যাকুইনাকে তারা কার্ড সমস্যায় পাবে না। বাঁদিক দিয়ে দারুনভাবে অপারেট করছেন তিনি। তাঁর অভাব ভালভাবেই টের পাবেন মেসিরা। কার্ড সমস্যায় গনজালো মন্টিয়েলকেও পাবে না আর্জেন্টিনা। তাই রক্ষণ নিয়ে বেশ চিন্তা আছে স্কালোনির। তবে আর্জেন্টিনার বাড়তি মোটিভেশন, তারা সেফিাইনালে উঠে কখনও হারেনি। এর আগে চারবার সেমিফাইনালে উঠে চারবারই ফাইনালে পৌঁছেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube