লাল-হলুদে নতুন তারকা, শহরে জনি অ্যাকোস্টা

নিউজটাইম ওয়েবডেস্ক :  ইস্টবেঙ্গলের যোগ দেওয়ার জন্য রবিবার দেশ থেকে কলকাতায় আসার বিমান ধরলেন কোস্টারিকার বিশ্বকাপের ডিফেন্ডার জনি অ্যাকোস্টা। আর বিমানে ওঠার সময় সমর্থকদের জন্য তার বার্তা।” কলকাতা আমি শীঘ্রই আসছি, বিমানে উঠলাম। জয় ইস্টবেঙ্গল।”গত বৃহস্পতিবার কলকাতায় আসার জন্য ভিসা পেয়েছিলেন জনি, বিমানের টিকিট হওয়ার পরে এবার তিনি বিমানে উঠলেন এবং সোমবার ভোরে শহরে পা রাখতে চলেছেন গত মরশুমে ইস্টবেঙ্গলকে ডিফেন্সের নেতৃত্ব দেওয়া এই তারকা ডিফেন্ডার। যদিও ইস্টবেঙ্গলের আগামী ম্যাচে তিনি খেলতে পারবেন না, কারণ কাল যখন তিনি কলকাতায় নামবেন, তখনই দল নিয়ে গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলতে উড়ে যাবেন কোচ মারিও রিভেরা। এই মরশুমে জনির অভিষেক হয়তো কাশ্মীরের মাঠে রিয়াল কাশ্মীর এর বিরুদ্ধে আসন্ন ৯ই মার্চ ঘটবে।

২০১১ সালের মার্চ আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ২৯ বছর বয়সে অভিষেক হয়। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বরে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের  বিপক্ষে ১ম গোল করেন, ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় কোস্টারিকা। ২০১৪ সালের জুনে আকোস্তা  বিশ্বকাপের জন্য দলে ডাক পান। তিনি কোয়াটার ফাইনালেনেদারল্যান্ডের  বিপক্ষে মূল একাদশে ছিলেন।

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube