লাদাখ ফেরত মোদী রাষ্ট্রপতির দ্বারস্থ

নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদী। গালওয়ান সংঘর্ষ, জাতীয় ও আন্তর্জাতিকস্তরে তার গুরুত্ব সমন্ধে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে মোদী জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

শুক্রবারই আচমকাই লে-তে হাজির হন প্রধানমন্ত্রী। কথা বলেন চিনা ফৌজের হাতে জখম ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে। শ্রদ্ধা নিবেদন করেন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষে নিহত সেনা কর্মীদের প্রতিও। তারপর এদিন রাষ্ট্রপতির সঙ্গে মোদীর সাক্ষাৎ বেশগুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

* মে মাস থেকেই ভারত-চিন সীমান্ত ঘিরে উত্তেজনা বাড়তে থাকে।
* ১৫ জুন গালওয়ানে ভারত-চিন সেনা সংঘর্ষের ঘটনা ঘটে।
* নিহত হন ২০ জন ভারতীয় সেনা কর্মী।
* লে থেকে নাম না করে চিনকে কড়া বার্তা দেন মোদী।
* ‘বিস্তারবাদের যুগ শেষ, ঐতিহাসিকভাবে প্রমাণিত বিস্তারবাদীরা হারিয়ে গিয়েছে, নয়তো অবস্থান পাল্টাতে বাধ্য হয়েছে’
* ‘সাহস ও শক্তিই শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত’
* ‘প্রতিবার আক্রমণের শেষে ভারত শক্তিশালী হয়েছে’
* ভারতের শান্তি রক্যার প্রতি দায়বদ্ধতা তেন তার দুর্বলতা বলে বিবেচিত না হয়: মোদী

গত ৯ সপ্তাহ ধরে পূর্ব লাদাখে নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সেনার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। উত্তেজনা প্রশমণে এখনও পর্যন্ত সেনার কমাডান্ট পর্যায়ে তিন বার আলোচনা হয়েছে। চলছে কূটনীতিকস্তরেও আলোচনা। তবে কোনও সমাধান সূত্র মেলেনি। ফলে নিয়ন্ত্রণরেখায় আগামী বেশ কয়েকমাস এইভাবেই সুরক্ষা দিয়ে যেতে হবে বলে মনে করছে ভারতীয় সেনা। শীত পড়তে আর বেশি দেরি নেই। তাই দীর্ঘ দিন সেনা মোতায়েনই বড় চ্যালেঞ্জ ভারতের।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube