
নিউজটাইম ওয়েবডেস্ক : শীত অনেকটাই কমেছে। এখন রোদে ঝলমল করছে লেহ। আর এই সময়টাই লেহ এর বাৎসরিক উৎসব হওয়ার কথা ।প্রথা মেনে বিভিন্ন গুম্ফার সন্ন্যাসীরা জমায়েত হয়েছে এক জায়গায়। চলছে মুখোশ পড়ে বসন্তের আগমনের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করলেন তাঁরা। পর্যটকরা এই উৎসব দারুণভাবে উপভোগ করলেন।
উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো থেকে সতেরো হাজার ফিট। চারিদিকে রুক্ষ প্রকৃতি।তবু ও দেশ বিদেশের নানান মানুষ আসে লাদাখের রূপ দর্শন করতে। আর এই সময় ভিড়টা একটু বেশিই হয়। কারণ এই সময়টাই শুরু হয় এখানকার বাৎসরিক উৎসব। স্ফিতুক মনাস্ট্রি ও স্ট্রোক মনাস্ট্রি থেকে সন্ন্যাসীরা নানান গানে নাচগান করেন। শীতের প্রকোপ অনেকটাই কমে গেছে এখানে। এখন প্রতিদিনই বেশ রোদ ঝলমল। ফলে পর্যটকদের ভিড় বাড়ছে। নিসর্গের আশ্চর্য সৌন্দর্য উপভোগ করতে করতে এই উৎসবে গা ভাসিয়েছেন তারা। ফলে পর্যটকদের আনন্দ যে দ্বিগুণ তা বলাই বাহুল্য।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022