
নিউজটাইম ওয়েবডেস্ক : চপ বিক্রি করে লাখ টাকা উপার্জনের ভাবনা হাসির খোরাক হয়ে উঠেছে। কিন্তু জানেন কী সিঙারা বিক্রি করে দৈনিক লাখ লাখ টাকা উপার্জন করা যায়। এই পরিকল্পনা যে শুধু মাথায় থেকেছে তাই-ই নয়, এই ভাবনা সফলভাবে বাস্তবায়িত করেছেন ‘সিং’ দম্পতি। শিখর বীর সিং এবং তাঁর স্ত্রী নিধি সিং, এক সময় দুজনেই কর্পোরেট অফিসে চাকরি করতেন। মাস গেলে মোটা টাকা মাইনে পেতেন। কেরিয়ারের উচ্চতায় পৌঁছেছিলেন দম্পতি। কিন্তু এমন সময়ই দুজনে স্বাধীনভাবে ব্যবসা করার সিদ্ধান্ত নেন।
প্রথমেই মাথায় আসে কীসের ব্যবসা করবেন! ঠিক করেন মুচমুচে সিঙারাই হবে তাঁদের মূল ব্যবসার কেন্দ্রবিন্দু। এরপর শুরু এক নতুন যাত্রার। নিজেদের শখের বাড়ি বিক্রি করে দেন তাঁরা ব্যবসার মূলধন যোগাতে।২০১৬ সালে ব্যবসার পথ চলা শুরু হয়। দোকানের নাম দেন ‘সমোসা সিং’।বাকিটা ইতিহাস। ডুবো তেলে ভাজা মুচমুচে ত্রিকোণাকার সিঙারা বর্তমানে মুখরোচক হিসেবে মন জয় করেছে ক্রেতাদের। তাঁদের দৈনিক আয় বর্তমানে ১২ লাখ টাকার আশেপাশে। সিং দম্পতি নিজেদের অক্লান্ত পরিশ্রম ও অব্যর্থ পরিকল্পনায় প্রতিষ্ঠিত করেছেন নিজেদের ব্যবসা। বর্তমানে তাঁরা কারোও অধীনে নয়।সিঙ্গারার ব্যবসা তাঁদের স্বপ্ন স্বার্থক করেছে। এইভাবেই আপনিও সত্যি করতে পারেন নিজের স্বপ্ন।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023