লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী করোনা-আক্রান্ত, জানালেন প্রাক্তন ক্রিকেটার নিজেই

নিউজটাইম ওয়েবডেস্ক :  

প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা করোনায় আক্রান্ত হয়েছেন। একথা জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা নিজেই। তাঁর স্ত্রী বর্তমানে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ  মন্ত্রকে ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। তিনি জাতীয় স্বাস্থ্য মিশনে প্রোগ্রাম অফিসারের দায়িত্বেও রয়েছেন।

গত ১০ জুন তাঁর স্ত্রী স্মিতা সান্যাল শুক্লার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসছে বলে লক্ষ্মীরতন জানিয়েছেন। এর পরেই তাঁরা হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন। পরিবারের বাকি সদস্যরা আগামী বুধ ও বৃহস্পতিবার কোভিড পরীক্ষা করাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। লক্ষ্মীরতনের বাবার, তাঁর নিজের ও দুই ছেলের এই পরীক্ষা করা হবে।

হাওড়া পুর এলাকা ৬২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মীরতন। নিজেদের বাড়িতেই এখন চিকিৎসাধীন থাকবেন তাঁর স্ত্রী। জানা গেছে হাওড়া পুর নিগমের পক্ষ থেকে এলাকাটি স্যানিটাইজ করা হচ্ছে। নিয়ম মাফিক ওই এলাকাটিকে কোয়ারেন্টাইন জোন বলেও ঘোষণা করা হবে।

 

এর আগে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়রপারিষদ গৌতম চক্রবর্তীও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। হাওড়ার শেষ পুরবোর্ডের সদস্য ছিলেন তিনি। তিনি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সেই এলাকাটিও উত্তর হাওড়াতেই।

দিন দুয়েক আগে হাওড়া পুরনিগমের দুই আধিকারিক সহ বেশ কয়েক জন করোনা আক্রান্ত হন। এই খবর পেয়ে আতঙ্কে ফাইল গুটিয়ে বাড়ি চলে যান অধিকাংশ কর্মী ও আধিকারিক। স্যানিটাইজ করা হয় পুর নিগমের প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশ। তারপর থেকে হাওড়া পুর নিগমের প্রধান কার্যালয়ে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ করে দেওয়া হয়েছে। অধিকাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। অনেককে বরো অফিস থেকে কাজ করে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে প্রথম থেকে হাওড়াকে নিয়ে দুশ্চিন্তা রয়েছে প্রশাসনের। মোট সংক্রামিতের নিরিখে মোটামুটি ভাবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে এই জেলা। হাওড়া পুর এলাকার বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। হাওড়া গ্রামীণ এলাকাতেও করোনার প্রকোপ অনেকটাই বেড়ে গেছে। ১০ জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী হাওড়ায় নতুন করে ১৩০ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ছশো পঁচানব্বই হয়ে গেছে। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১০৪৭ জন। জেলায় মোট মৃতের সংখ্যা ১২১। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২৫২৭ জন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube