
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ আইন মেনে চলুন। আজ গুরুত্বপূর্ন কাজে দেরি হতে পারে। আজ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন। আজ কর্মক্ষেত্রে ভালো সময় কাটাবেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকবেন।
বৃষ: আজ কোনও পরিকল্পনা ফেলে রাখবেন না। আজ সকলের সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে কাজ করার উদ্যম বাড়বে। আজ সকলের সমর্থন পাবেন। মিথুন: আজ আপনার প্রভাব বাড়বে। আজ যেকোনও কাজে অসতর্কতা এড়িয়ে চলুন। আজ জীবনে শুধুই সামনের দিকে এগিয়ে চলুন। কর্কট: নতুন বিষয়ের প্রতি আগ্রহ জন্মাবে আপনার। অর্থনৈতিক বিষয়ে আগ্রহ বাড়বে। বড়দের কথা শুনে চলুন আজ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন। সিংহ: ব্যক্তিগত জীবন এবং ব্যবসায় ভালো প্রভাব পরবে আজ। ব্যক্তিগত কাজে উদ্যম থাকবে। আজ নিজের আবেগে নিয়ন্ত্রণ আনুন। কন্যা: সামাজিক জগতে নিজের প্রভাব রাখতে সক্ষম হবেন। কানে লক্ষ্য স্থির রাখুন। কথোপকথন করুন কাছের মানুষদের সঙ্গে। তুলা: রক্তের সম্পর্ক আজ ভালো হবে। আনন্দের পরিবেশ বজায় থাকবে। স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনের যত্ন নিন। বৃশ্চিক: আজ আপনার সৃজনশীল মনোভাব বজায় থাকবে। কর্মজীবন এবং ব্যবসায় সমতা ভালো ফল করবেন। অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন। আজ সকলের বিশ্বাস অর্জন করতে সক্ষম হবেন। ধনু: দেশের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে আজ আগ্রহ বাড়বে। আজ আইনী কোনও কাজে অংশ নিতে পারেন। আজ ধার নেওয়া এড়িয়ে চলুন। আয় একই থাকবে, তবে ব্যয় বাড়বে। মকর: আজ লাভ যোগ রয়েছে আপনার ভাগ্যে। গুরুত্বপূর্ণ কাজে গতি বাড়বে। আজ প্রত্যাশিত ফল পাবেন। বন্ধুদের সমর্থন পাবেন আজ। কুম্ভ: কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি হবে। আজ পরিবারে আনন্দ বজায় থাকবে। বড় ভাবনা রাখবেন জীবন নিয়ে। আজ কোনও বিশেষ সুযোগ আসতে পারে আপনার কাছে। মীন: আজ আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। অর্থনৈতিক ভাগ্য আজ আপনার দিকে থাকবে।ফেলে রাখা কাজ দ্রুত গতিতে শেষ করবেন।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023