কার্ফু রীতি না মানায় ক্ষুব্ধ মোদি

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা থেকে দেশকে বাঁচাতে তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী রবিবার ‘জনতা কার্ফু’ পালন করেছিলেন। কিন্তু বিকেল পাঁচটা বাজতেই ছন্দপতন হয় সেই কার্ফুর। রাস্তায় হইহই করে বেড়িয়ে পড়েন অনেকে। বিভিন্ন জায়গায় জড়ো হতে শুরু করেন তাঁরা। তা নিয়ে রীতিমতো ক্ষোভপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর সোমবার সকালে তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মোদী। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘অনেকে এখনও লকডাউনকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না। দয়া করে নিজেদের জীবন বাঁচান। পরিবারের জীবন বাঁচান। গুরুত্বের সঙ্গে নির্দেশ মেনে চলুন। রাজ্য সরকারগুলিকে আর্জি জানাচ্ছি, নিয়ম ও আইন পালন করানো হোক।’

শুধু টুইটেই নয়, কার্যক্ষেত্রেও কড়া ব্যবস্থার আরোপ করার কথা বলেন মোদী সরকার। রাজ্যগুলিকে কঠোরভাবে লকডাউন বজায় রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। লকডাউন না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, হতে পারে ১হাজার টাকা পর্যন্ত জরিমানাও

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube