লকডাউনে ১০ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে ভারতের অর্থনীতিঃ নিতিন গড়করি

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা যেমন একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে, তেমনই এই ভাইরাসের জেরে প্রাণ হারাতে বসেছে দেশের অর্থনীতি। দীর্ঘ আড়াই মাস লকডাউনের জেরে ইতিমধ্যেই সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। আর এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে দেশের ১০ লক্ষ কোটির রাজস্বে। এদিন এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।

ইতিমধ্য়েই দেশে প্রথম দফার আনলক শুরু হয়েছে। কিন্তু গত আড়াই মাস সবকিছু বন্ধ থাকার ফলে বিপুল ঘাটতি হয়েছে রাজস্বে। ফলে সংকটের মুখে পড়েছে কেন্দ্র ও রাজ্য। একদিকে আয় নেই অন্যদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক ও স্বাস্থ্যব্যবস্থায় ব্যপক খরচ। সব মিলেয়ে বর্তমানে আর্থিক ভিত নড়বড়ে হয়েছে গোটা দেশের। 

এবিষয়ে নীতিন গড়করি বলেন, প্রাথমিল অনুমান বলছে করোনার জেরে ভারতে মোট ১০ লক্ষ কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়েছে। পর্যাপ্ত রাজস্বের অভাবে বহু দেশ তাঁদের সরকারি কর্মচারীদের বেতন দিতেও সমস্যায় পড়েছিলেন। দেশে আর্থিক বৃদ্ধির হার কমে গিয়েছিল ৫ শতাংশ। তবে এখনই সেই সমস্যার সমাধান হবেনা। দেশের আর্থির বৃদ্ধির হার আবার আগের মতো হতে সময় লাগবে আরও কয়েকটা বছর। আর ঠিক সেকারনেই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পঞ্চম দফার লকডাউনে অনেক ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। 

প্রসঙ্গত, আনলক ১.০ তেই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়ে চলছে মৃত্যুর হারও। ইতিমধ্যেই দেশে করোনার আক্রান্তের সংখ্যা ২, ৮৬, ৫৭৯। মারণ ভাইরাসের বলি হয়েছেন ৮,১০২ জন। অন্যদিকে পশ্চিমবঙ্গে করোনা থাবা বসিয়েছে মোট ৯,২৯৮জনের শরীরে। মৃতের সংখ্যা ৪৩২।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube