
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে মৃত্যু হল আরও ৬জনের । যার জেরে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫। আক্রান্ত ১০৪৬। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যথাক্রমে দিল্লি, গুজরাট, কর্নাটক, মহারাষ্ট্র, কেরালা ও তেলেঙ্গানা থেকে একজনের করে মৃত্যুর খবর পাওয়া গেছে গত ২৪ ঘণ্টায়। মন্ত্রক জানিয়েছে, দেশে এখন করোনায় ভুগছেন ১০০০ এর ও বেশি জন। ৮৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। দেশে আক্রান্তদের মধ্যে ৪৮ জন বিদেশি। তবে সেরে ওঠার খবর ও আছে। দেশজুড়ে মোট আক্রান্তের ১০% সেরে উঠেছেন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022