
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে নিম্নমুখী দেশের অর্থনীতি। গত আড়াই মাস ধরে জরুরি পণ্য ও পরিষেবা ছাড়া বন্ধ ছিল প্রায় সমস্ত কিছুই। যার ফলে সরকারি-বেসরকারি সমস্ত সংস্থায় লোকসানের মুখ দেখেছে। কাজ ও উৎপাদন না থাকায় কর্মীদের বেতন দিতে হিমসিম খেতে হয়েছে বেসরকারি সংস্থাগুলি। একদিকে বন্ধ আয় অন্যদিকে সরকারের চাপ। সব মিলিয়ে উদ্বেগের মধ্য়ে পড়তে হয় বেসরকারি সংস্থার মালিকদের। তবে এবার তাঁদের জন্য স্বস্তির বাণী শোনাল সুপ্রিম কোর্ট।
এদিন সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, লকডাউনের মধ্য়ে কর্মীদের যে সমস্ত বেসরকারি সংস্থা বেতন দিতে পারবেনা তাদের কোন ভাবেই জোর করার ক্ষমতা নেই সরকারে। আগামী ৪ সপ্তাহের মধ্য়ে কেন্দ্র সরকারকে এবিষয়ে জবাব দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের জেরে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল বেসরকারি সংস্থার মালিকরা। গত ২৯ মার্চ কেন্দ্র সরকারের তরফে একটি নির্দেশিকায় জারি হয়। যেখানে বলা হয়েছে, সমস্ত সংস্থাক তাদের কর্মীদের পুরো বেতন দিতে বাধ্য থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছে জুলাই মাসের শেষ পর্যন্ত কোন কর্মীকে পুরো বেতন দেওয়ার জন্য বাধ্য করতে পারবেনা কেন্দ্র। আহালতের তরফে আরও জানানো হয়, রাজ্য সরকার কর্মী ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা করতে পারে, তারপর সেই রিপোর্ট দিতে হবে লেবার কমিশনকে। শুক্রবার বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, ‘শিল্প এবং কর্মচারী দু’জনেরই দু’জনকে দরকার। ৫০ দিনের মধ্যে যে কোনও বেতন সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফেলতে হবে।’ এমনকি কোন কর্মী যদি বিনা বেতনে কাজ করতে চায়, তাদেরকে কাজ করতে দিতে হবে। মূলত করোনা আবহে বিভিন্ন বেসরকারি সংস্তার আর্থিক সংকটের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।Latest posts by news_time (see all)
- দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের - June 3, 2023
- দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও - June 3, 2023
- দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২! - June 3, 2023