লকডাউনে চা-পানের দোকানে আড্ডা, প্রকাশ্যে কান ধরে ওঠবোস করাল পুলিশ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে যাতে কেউ ঘর থেকে না বের হন সেদিকে লক্ষ্য রাখার জন্য রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। এমনকি লকডাউনের মধ্যেও যারা রাস্তায় বেরোবেন বা নিয়ম ভঙবেন তাঁদের জন্য অপেক্ষা করছে কড়া শাস্তি। এবার সাধারণ মানুষকে ঘরে বন্দি রাখার জন্য এক নয়া ফন্দি মালদহ জেলা পুলিশের। জরুরি কারন ছাড়া কেউ রাস্তায় বেরোলেই এবার করতে হবে একশো বার কোন ধরে ওঠবোস। 

পড়ুয়ারা ভুল করলে যেমন শিক্ষকেরা কান ধরে ওঠবোস করাতেন, এবার ঠিক সেপথে হেঁটেই জেলাবাসীর সুরক্ষার দিকটি বেছে নিলেন মালদহ পুলিশ। করোনা সংক্রমণ রুখতে গেলে বজায় রাখতে হবে দূরত্ব। সেই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে সকলকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন। কিন্তু কে শোনা কার কথা। বারে বারে নিয়মভঙ্গ করে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে এবার নিয়ম ভঙ্গের জেরে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে কান ধরে ওঠবোস করতে দেখা গেল বেশ কয়েকজনকে। 

লকডাউন পরিস্থিতিতে বাড়ি থেকে বাইরে বেরোলেই ভারতীয় দণ্ডবিধির সুনির্দিষ্ট ধারায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোন কারন ছাড়াই শুধুমাত্র চা খেতে বা মুড ফ্রেশ করতে বেরিয়ে পড়ছেন অনেকেই। এই পরিস্থিতি সামাল দিতে রপাকড় শুরু করে মালদহ জেলা পুলিশ। চা বা পানের দোকান খোলা থাকলে এবং সেখানে কোন খদ্দের থাকলে এবার তাঁদের সকলকেই প্রকাশ্যে় কান ধরে ওঠবোস করাচ্ছে পুলিশ। এদিনও ঘটল এমনই এক ঘটনা। এখনও পর্যন্ত মালদা জেলায় নিয়মভঙ্গের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube