লকডাউনে ক্রমাগত বাড়ছে গার্হস্থ্য হিংসার ঘটনা, বলছেন বিশেষজ্ঞরা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে বিশ্বজুড়ে চলছে লকডাউন। ফলে আট থেকে আশি ঘরে বন্দি। এই গৃহবন্দি দশার শুরু থেকেই আশঙ্কা করা হচ্ছিল বিশ্ব জুড়ে গার্হস্থ্য অত্যাচারের পরিমাণ আরও বেড়ে ‌যাবে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছিলেন, লকডাউনের জেরে নি‌র্যাতিত ও নি‌র্যাতনকারীরা অনেক বেশি সময় একে অপরের সাথে কাটাতে বাধ্য হবেন। এর ফলে ‌যে নি‌র্যাতন দিনের একটা সময়ে বাঁধা ছিল সেটির সম্ভাবনা প্রায় সারা দিনই থাকবে। এরই মধ্যে উঠে এসেছে আরও এক বিষ্ময়কর তথ্য। সমস্ত ক্ষেত্রেই রেড জোন গুলিতে গার্হস্থ্য হিংসার ঘটনা বেড়েছে সবথেকে বেশি।

লসএঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডিতে দেখা গেছে, রেডজোনের আওতায় থাকা জায়গাগুলিতে গার্হস্থ্য হিংসা, অত্যাচার, ধর্ষন, শ্লীলতাহানীর ঘটনা তুলনামুলকভাবে বেশি ঘটছে।

মার্কিন ন্যাশানাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের পত্রিকার জুন মাসের সংকলনে এই গবেষণার প‌র্যবেক্ষণ প্রকাশিত হয়েছে। এর সাথে সাথে ইউসিএলএ-র পাবলিক পলিসির অধ্যাপক সবার্না রবিন্দ্রন, ও মনীসা শাহ জানান, ভারতে লকডাউন জারি হওয়ার পর থেকে ‌যে সমস্ত অভি‌যোগ ভারতীয় মহিলা কমিশনে এসেছে সেগুলিকে নথিভুক্ত করা হয়েছে। তারপর সেই সমস্ত অভি‌যোগকে রেড জোন, গ্রীণ জোন ও অরেঞ্জ জোন হিসেবে ভাগ করা হয়েছে, এবং দা‌য়ের করা সমস্ত অভি‌যোগকে ‌যাচাই করা হয়েছে।

গত মে মাসে জাতীয় মহিলা কমিশনে মোট অভিযোগ দায়ের হয়েছে  ৩৯২ টি। অথচ গত বছর অর্থাৎ ২০২০-র মে মাসে এই সংখ্যা ছিল ২৬৬। এছাড়া ৭৩টি সাইবার ক্রাইমের অভি‌যোগও দায়ের হয় কমিশনে। তবে আগের তুলনায় ধর্ষনের ঘটনা কমেছে বেশ খানিকটা। গত বছর মে মাসে এই ধর্ষনের অভি‌যোগ ছিল ১৬৩ এবং এই বছর সংখ্যা ৫৪। ‌যা বেশ স্বস্তিদায়ক।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube