লকডাউন কমাল দূরত্ব, ফের একসঙ্গে হ্রিতিক-সুজান

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৩ সাল থেকেই একে অপরের সাথে দূরত্ব তৈরি করে ফেলেছিলেন তাঁরা। তবে তার কয়েকমাস পর ২০১৪ সালের নভেম্বর মাসে আইনি মতে বিবাহ বিছেদ ঘটিয়ে ছিলেন বলিউডের স্টার কাপল হৃতিক-সুজান জুটি ।তবে নিজেদের দুই ছেলে রিহান ও রিদানের স্বার্থে তারা প্রায়সই একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন কখনও দুই ছেলেকে নিয়ে ছুটি কাটানো ,তো কখনও স্কুলের অ্যানোয়াল ডে ,আবার কখনও বিটাউন বন্ধুদের সঙ্গে পার্টি। সর্বদা জুটিতে ফ্রেমবন্দী হয়েছেন এই প্রাক্তন জুটি।

ইতিমধ্য়েই ভারতে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। এই ভাইরাসের সংখ্রমণ রুখতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। এই পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের ন্যায় কাজ ছেড়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সেলিব্রিটিরা। এর মধ্য়ে এনেকেই যেমন প্রিয়জন থেকে আলাদা হয়ে হোম কোয়ারেন্টাইনে বনিদি দশা কাটাচ্ছেন, সেভাবেই অনেকেই আবার অনেকটা বেশি পরিমানে পরিবারের মানুষগুলোকে সময় দিচ্ছেন। তাঁদের তালিকাতেই অবার নাম লেখালেন হৃতিক-সুজান। ছেলেদের সুরক্ষার স্বার্থে আবারও এক বাড়িতে থাকতে শুরু করেছেন এই প্রাক্তন জুটি।

এদিন সুজানের সিদ্ধেন্তে খুশি হয়ে নিজের ইনস্টাগ্রামে একটি আবেগজড়িত পোস্ট করেন হৃতিক। সেখানে তিনি লেখেন, ”দেশজুড়ে যখন লকডাউন চলছে, তখন একজন বাবা হিসেবে দীর্ঘদিন ছেলেদের না দেখে থাকাটা আমার পক্ষে অসম্ভব ছিল। এমন একটা সময়ে যখন সম্ভবত আগামী অনেক সপ্তাহ আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, লকডাউনে থাকতে হবে, তখন সারা পৃথিবীটা যেন আরও ঐক্যবদ্ধ হয়েছে… এটা হল আমার স্ত্রী সুজানের ছবি, যে এই সময় নিজে থেকেই তার বাড়ি ছেড়ে আমার বাড়িতে এসে রয়েছে যাতে দীর্ঘ সময় আমাদের ছেলেরা বাবা-মা দুজনেরই সঙ্গ থেকে বঞ্চিত না হয়।” সুজানের এই সহানুভূতিশীলর জন্য তাঁকে ধন্যবাদও জানান হৃতিক।

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube