Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

লকডাউনের মাঝে আসছে ঘূর্ণিঝড় আঁধি

নিউজটাইম ওয়েবডেস্ক :

ভারতের আবহাওয়া বিভাগ জারি করল আবহাওয়ার সতর্কতা ৷ সারা দেশের বিভিন্ন প্রান্তে দাপট দেখাবে ঝড় ঝঞ্ঝা , শিলাবৃষ্টি ৷ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কালো মেঘে সকাল থেকেই ছেয়ে থাকছে আকাশ ৷

মৌসম বিভাগের পক্ষ থেকে উত্তর পশ্চিম ভারতের সব রাজ্যের জন্য জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট ৷ দিল্লি-হরিয়ানা-চণ্ডীগড়- উত্তরপ্রদেশ-জম্মু কাশ্মীর- হিমাচল প্রদেশ-উত্তরাখন্ড- রাজস্থানের বেশ কিছু অঞ্চলে প্রবল বৃষ্টি হবে ৷ পাশাপাশি চলবে আঁধি ৷

৩ মে থেকে আবাহাওয়ার এই ফের বদল শুরু হবে আগুনে গরমের হলকা কমে গিয়ে দাপট দেখাবে মারাত্মক বৃষ্টি ৷ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া ৷

আবহাওয়া অধিকর্তার মতে স্থলভাগে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় আরবসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ৷ এরফলে রাজস্থানের ওপর তৈরি হচ্ছে নিম্নচাপ বলয় ৷ ফলে উত্তর পশ্চিম ভারতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে বায়ু ৷

এদিকে এ মরশুমের প্রথম ঘূ্র্নিঝড় আমফান এখনও সমুদ্রের ওপর অবস্থান করে এখনও শক্তিবৃদ্ধি করছে ৷ এরফলে দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে ৷ ফলে এটা এখনও দেরিতে বাংলায় ঢুকছে এমনটা মনে করছে আবহাওয়া দফতর ৷ ৪৮ ঘণ্টায় আন্দামান সাগর থেকে বাংলায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে ৷

৫ মে অবধি উত্তর ও উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি বাংলার আবাহাওয়ায় খারাপ হবে ৷ কারণ দুটি নিম্নচাপ অক্ষরেখাই ধীরে ধীরে সরবে এবং ঘূর্ণাবর্তগুলি স্থলভাগে প্রবল জলীয় বাষ্প ও হাওয়া নিয়ে প্রবেশ করবে ৷

Inform others ?
Show Buttons
Hide Buttons