Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

লকডাউনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৯ মার্চ থেকেই দেশজুড়ে চলছে লকডাউন। তখন থেকেই প্রায় বন্ধ সমস্ত সিনেমা ও সিরিয়ালের শ্যুটিং। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তারকারাও এখন গৃহবন্দি দশা কাটাচ্ছেন। দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যেই মুক্তির দিন ঘোষণা করা হল অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘গুলাবো সিতাবো’র। আগামী ১২ জুন মুক্তি পেতে চলেছে এই ছবি।

কিন্তু লকডাউনের মধ্যে প্রেক্ষাগৃহ গুলি বন্ধ থাকায় কিভাবে ছবির মুক্তি সম্ভব হবে! তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা। সুত্রের খবর, আমাজন প্রাইম ভিডিয়োতে ১২ জুন মুক্তি পেতে চলেছে সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’। বৃহস্পতিবার সকালেই এই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আয়ুষ্মার খুরানা ও পরিচালক সুজিত সরকার সকলেই।

‘গুলাবো সিতাবো’ ছবিটি মূলত একটি কমেডি ও ড্রামার মিশ্রন। আগেই ছবিতে কাজ করার প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন, ”গুলাবো সিতাবো তে জীবনেরই বিভিন্ন নাটকীয় মুহূর্ত উঠে আসবে সুজিত আমাকে চিত্রনাট্য শোনাতেই আমি এটাকে কাজ করতে রাজি হয়ে গিয়েছিলাম। এই ছবিতে আমার চরিত্রের মধ্যেও বিভিন্ন শেড রয়েছে। এই ছবিতে আয়ুষ্মান খুরানার মতো প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করেও ভালো লেগেছে।”

 
 

 

 
 

Inform others ?
Show Buttons
Hide Buttons