লকডাউনের ফলে আর্থিক চাপ, সন্তানদের জন্য সরকারি স্কুলই ভরসা অভিভাবকদের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসকে রুখতে দেশে যে লকডাউন  জারি করা হয় তার জেরে বহু মানুষ কাজ হারিয়ে রীতিমতো পথে বসতে চলেছেন। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মধ্যবিত্তের পকেটে প্রায় তেমন কিছুই নেই। এদিকে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন বেশিরভাগ অভিভাবকই চান তাঁদের ছেলেমেয়ে বেসরকারি স্কুলে পড়াশুনো করুক। কিন্তু বেসরকারি স্কুলগুলোতে এখন পড়াশুনো সহ সামগ্রিক খরচ এতটাই যে এখন বিকল্প ভাবতে বাধ্য হচ্ছেন বাবা-মায়েরা। আজকাল হরিয়ানা ও পঞ্জাবে  একটা নতুন বিষয় দেখা হচ্ছে। সেখানকার অনেক পরিবারই বাচ্চাদের বেসরকারি স্কুল থেকে সরিয়ে নিয়ে এসে সরকারি স্কুলে  ভর্তি করছে। 

এর আগে দেখা গেছে যে, দিন এগোনোর সঙ্গে সঙ্গে বেসরকারি স্কুলগুলোর ছাত্র-ছাত্রীর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। কিন্তু এখন তার উল্টো ছবি দেখা যাচ্ছে। ২০১৯-২০২০ সালে  সরকারি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৩.৫২ লক্ষ, কিন্তু ২০২০-২১ শিক্ষাবর্ষে তা বেড়ে হয়েছে ২৫.৬২ লক্ষ। প্রাক-প্রাথমিক শ্রেণিগুলোতেও ভর্তির সংখ্যা ২.২৫ লক্ষ থেকে বেড়ে ২.৯৫ লক্ষে পৌঁছেছে।

পাশাপাশি দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫,৯৬৮ জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ, ক্রমেই তার অসুখের রাজত্ব বিস্তার করছে কোভিড- ১৯। প্রতিদিনই সংক্রমণের এক নতুন রেকর্ড গড়ছে এই মারণ ভাইরাস। এখনও পর্যন্ত দেশে মোট ৪,৫৬,১৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১৪,৪৭৬ জনের প্রাণ গেছে এই অসুখে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube