
দয়া করে মাইনে বাড়াবেন না, বারবার বেসরকারি স্কুলগুলিকে এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মাইনে না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অনেক স্কুল। অন্যদিকে, অভিভাবকদের বোঝা কমানোর জন্য একেবারে সেশন চার্জ কমানোর পথে হাঁটল দক্ষিণ কলকাতার একটি স্কুল।
নব নালন্দা জানিয়েছে যে তারা সেশন ফি কমিয়েছে ১৮ শতাংশ। একই সঙ্গে সেটি ছয়টি ইনস্টলমেন্টে দেওয়ার বিকল্পও পাবেন অভিভাবকেরা। স্কুলের তরফ থেকে বলা হয়েছে যে মহানগরীতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলির মধ্যে তাদের মাইনে অনেকের থেকেই কম। তবুও করোনার জেরে লকডাউনের ফলে অনেকেই আর্থিক দুরবস্থায় পড়েছেন। তাদের কথা মাথায় রেখেই সেশন ফি ১৮ শতাংশ কমানো হল, বলে জানিয়েছে স্কুলটি। ইনস্টলমেন্টেও এই টাকা দেওয়া যাবে বলে জানিয়েছেন তারা।
সাউথ পয়েন্ট স্কুল জানিয়েছে যে এবছর তারা টিউশন ফি বাড়াবেন না। মাইনে বাড়াচ্ছে না ডিপিএস, নর্থ কলকাতাও। একই সঙ্গে প্রথম তিন মাসের জন্য শুধু পরিবহণ চার্জের ৫০ শতাংশ নেওয়া হবে। লা মার্টিনিয়ার ফর বয়েজ, লা মার্টিনিয়ার ফর গার্লসও ফি স্ট্রাকচার অপরিবর্তিত রাখছে।
তবে স্কুলগুলির দাবি যে তারা নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক মাস ধরে বারবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন করছেন বেসরকারি স্কুলগুলিকে মাইনে না বাড়ানোর জন্য। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে এখন যখন স্কুল চলছে না তখন লাইব্রেরি, কমপিউটার ল্যাব, ডেভেলপমেন্ট ফি ইত্যাদি নেবেন না। শুধু টিউশন ফি নিতে আবেদন করেছেন তিনি।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022