
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে লকডাউন গোটা দেশে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে বারে বারে সকলকে গৃহবন্দি থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু দেশের এই সংকটের দিনেও নিজের কথা না ভেবেই কাজে আসত হচ্ছে বেশ কিছু জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মীদের। সেগুলির মধ্যে অন্যতম হল ব্যাঙ্ক। তাই এবার নিজের কর্মীদের জন্য এক বিশেষ ঘোষনা করা হল স্টেট ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ এপ্রল পর্যন্ত যে লকডাউনের ঘোষনা করেছেন, সেই দিনগুলিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত কর্মীরা শাখায় গিয়ে কাজ করবেন তাঁদের অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে। এদিন এসবিআই এর তরফে জানানো হয়, ২৩ মার্চ থেকে ১৪ এপ্রিল বা যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন ব্যাঙ্কে উপস্থিত সমস্ত কর্মীদের ৬দিন কাজ করার জন্য একদিনের বেতন দেওয়া হবে।
দেশের এই পরিস্থিতিতে যেখানে সকলেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন, সেখানে নিজেদের স্বার্থের কথা না ভেবেই কর্মীরা কাজে আসছেন এবং গ্রাহকদের পরিষেবা দিচ্ছেন। তাই তাঁদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা ব্যাঙ্কের শাখায়, সিপিসি, ট্রেজারি অপারেশন, সিএসই, গ্লোবাল মার্কেট, জিআইপসি এবং আইটি সার্ভিসে কর্মরত রয়েছেন তাঁদের সকলেই এই অতিরিক্ত বেতনের আওতায় পড়বেন। এই কঠিন পরিস্থিতেতে কর্মীদের নিরন্তন পরিষেবা দেওয়ার বিষয়টিকে টুইট করে স্যালুট জানানো হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে। তবে জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্কের পাশাপাশি আরও অনেক সংস্থায় রয়েছে যারা তাঁদের কাজ ও পরিষাবা চালু রেখেছে। তাঁরাও তাঁদের কর্মচারীদের জন্য অতিরিক্ত বেতন দেওয়ার কথা ঘোষনা করেছে।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023