র‍্যাম্পে মোহময়ী করিনা

নিউজটাইম ওয়েবডেস্ক : র‍্যাম্পে তিনি আসতেই একেবারে নিস্তব্ধ সকলে। কারন এদিন তাঁর লুক এতটাই গর্জাস ছিল ‌যে দর্শকাসনে থাকা সকলেই তাঁদের ভাষা হারিয়ে ফেলেছিলেন। ফ্যাশন শো-এ এদিন ‌যেন একাই রাজ করলেন করিনা কাপুর খান। এদিন তাঁর পরনে ছিল সবুজ গাউন। ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়ালের পোশাকে এদিন ‌ফ্যাশন শো মাতালেন এই বলি তারকা।

সর্বকালে তিনি ‌যেন গ্ল্যামারের শেষ কথা। ল্যাকমি ফ্যাশন উইকের সব আলো ‌যেন তিনিই টেনে নিয়েছিলেন। সবুজ গাউনে এদিন ‌যখন তিনি ক্যাটওয়াক শুরু করেন ঠিক তখনই দর্শকেরা ‌‌অভিভুত হয়ে ‌যান। করিনাকে দেখে এদিন মনে হচ্ছিল ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’।

অমিত আগরওয়ালের শোস্টপার ছিলেন করিনা। ফ্যাশন শো-এর শেষে অভিনেত্র্রী জানান, প্রথমবার অমিতের ডিজাইন করা পোশাক পরে এবং তাঁর শোস্টপার হতে পেরে তিনি ‌অত্যন্ত খুশি।

ল্যাকমি ফ্যাশন উইকে প্রতিবারই দেখা ‌যায় তারকাদের ঢল। কিন্তু এবারের করিনার পোশাক সবকিছুকে ছাপিয়ে গেল। ফ্যাশন শো-এর সব আলো এদিন টেনে নিলেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube