
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
একরাশ অভিমান নিয়ে আন্তজার্তিক ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রামোস। দীর্ঘ ২ বছর জাতীয় দলের জার্সিতে ব্রাত্য স্প্যানিশ এই ডিফেন্ডার। আগামী দিনেও দেশের হয়ে খেলার সম্ভাবনা নেই, দেওয়াল লিখনটা পড়ে নিয়েছিলেন ৩৬-র র্যামোস। তাই সোশ্যাল সাইটে আন্তজার্তিক ফুটবলকে বিদায়ের ঘোষণা করলেন র্যামোস। দেশের হয়ে ১৮০ টি ম্যাচ খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন ৫২ ম্যাচে। ২০১০ বিশ্বকাপ, ২০০৮ এবং ২০১২ সালের ইউরো কাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বিদায় বার্তায় র্যামোস লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে বলছি, জাতীয় দলের হয়ে আমার পথ চলার সমাপ্তি। তবে জাতীয় দলের হয়ে যা অর্জন করেছি তাতে বিদায়টা মধুর হতে পারত। হতাশা বা দুঃখ বোধ থাকলেও মাথা উঁচু রেখেছি। অবিস্মরনীয় সব স্মৃতি আমার সঙ্গী।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023