
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
রানে ফিরলেন রোহিত। নাগপুরে কঠিন সময়ে তার ব্যাট থেকে এল ঝকঝকে একটা শতরান। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় দিনে সেখান থেকেই শুরু করলেন হিটম্যান। অশ্বিন-পূজারা-বিরাটরা ফিরে গেলেও ক্রিজে আঁকড়ে পড়ে রইলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। জাদেজাকে সঙ্গী করেই ধৈর্যশীল ইনিংস খেলে শতরান করলেন, সেইসঙ্গে দলকেও বিপদসীমা পাড় করালেন। ২১২ বলে ১২০ রানের ইনিংসে ছিল ১৫টি চার এবং ২টি ছক্কা। নিজের জন্মস্থানেই টেস্টে নবম সেঞ্চুরি করলেন রোহিত। সেইসঙ্গে ভারত অধিনায়ক হিসাবে তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করলেন। অধিনায়ক রোহিত টি টোয়েন্টিতে শতরান করেন ২০১৭ সালে। পরের বছরই ওডিআই-তে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন হিটম্যান। অবশেষে নাগপুরে টেস্ট অধিনায়ক হিসাবেও রোহিতের নামের পাশে বসল শতরান।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023