রোনাল্ডের লিগে এবার করোনা আতঙ্ক, বাতিল হল ম্যাচ

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। চিন, জাপান ও ভারতের পর এবার ইতালিতে নতুন করে শুরু হল করোনার আতঙ্ক। এই আতঙ্কের রেশ গিয়ে পৌঁছেছে খেলার মাঠেও। আর ঠিক সেকারনেই এবার ইতালির ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সিরি আ-তে রবিবারের সব ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিল ইতালি সরকার। এদিন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে। সেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন রবিবার সব খেলা স্থগিত রাখা হবে। সেই সিদ্ধান্ত অনু‌যায়ী ভেনেতো ও লমবারদি অঞ্চলে সবরকম ক্রীড়াসূচি বাতিলের সিদ্ধান্ত নেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরার।

সিরি আ-তে ইন্টার মিলার-সাম্পদোরিয়া, আটলান্টা-সাসৌলো এবং হেলাস-ভেরোনার মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু সেগুলি প্রত্যেকটাই বাতিল করা হয়েছে। তবে শনিবারেও দ্বিতীয় বিভাগের ফুটবল লিগের কিছু ম্যাচ স্থগিত করা হয় কর্তৃপক্ষের তরফে। এদিন আসকোলি ও ক্রিমোনেজের মধ্যে ম্যাচ ছিল, তবে ম্যাচ শুরুর মাত্র ৩০ মিনিট আগে তা বাতিল করে দেওয়া হয়।

সুত্রের খবর অনু‌যায়ী, এখনও প‌র্যন্ত ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫১। তবে উত্তরাঞ্চলেই এই ভাইরাসের সংক্রমণ বেশি। এছাড়া করোনায় আক্রন্ত হয়ে দুজন ইতালিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। এই মারণ রোগের আতঙ্কে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে সেখানকার প্রশাসনও।     

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube