রেল স্টেশনের টিভিতে ‘অ্যাডাল্ট মুভি’! হতবাক সকলেই

রবিবার ছুটির মেজাজে ছিলেন সকলেই । কেউ ঘুরতে যাচ্ছিলেন, কেউ আবার কাজে । সকাল তখন সাড়ে ন’টা । দৃশ্যটা পাটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মের । হঠাৎই প্ল্যাটফর্মের টেলিভিশন নজরে আসতেই চক্ষু চড়ক গাছ উপস্থিত সকলের ! টিভিতে ওটা কী চলছে? নীল ছবি? নাকি ‘বড়দের ছবি’? আসলে প্রায় ৩ মিনিট ধরে পাটনা প্ল্যাটফর্মের টেলিভিশনে চলছিল ‘অ্যাডাল্ট ফিল্ম’ । আর সেই মিনিট ৩ ধরেই প্ল্যাটফর্মের সব দর্শকরা দেখলেন সেই ‘নীল ছবি’ । কেউ আবার লজ্জায় চোখ নামালেন টিভি থেকে ।

সেই সময় বিহারের পাটনা স্টেশনে উপস্থিত অনেকেই ঘটনার ভিডিও করে তা ব্লার করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন । আর সেইখান থেকেই ভাইরাল গোটা ঘটনা । তবে, যেখানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এবং রেলের বিজ্ঞাপন বা পণ্যের বিজ্ঞাপন ছাড়া কিছুই চলে না, এমনকি কোনরকম সিনেমাও চলে না প্ল্যাটফর্মের টিভিতে সেখানে কেমন করে ৩ মিনিট ধরে চলল ‘অ্যাডাল্ট মুভি’? উঠছে প্রশ্ন ।

এই ঘটনায় গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স দু’ তরফ থেকেই মামলা করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube