রেল পুলিশের তৎপরতায় বাড়ি ফিরল মিজোরামের যুবক

নিউজটাইম ওয়েবডেস্ক : এক বছর আগে বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিল বছর চুয়াল্লিশের এক যুবক। সামান্য মানসিক ভারসাম্যহীন যুবক সাপাম দিলীপ কুমার সিং নামের ওই  যুবক মিজরাম রাজ্যের ইম্ফল জেলার বাসিন্দা। সেখান থেকে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অবশেষে ক্যানিংয়ে এসে পড়েন। সেখানেই সোমবার বিকেলে তাঁকে উদ্ধার করেন আরপিএফ পুলিশকর্মীরা। পুলিশ ও হ্যাম রেডিওর সহযোগিতায় অবশেষে তাঁর পরিবারের খোঁজ মিলেছে। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় দিলিপকে।

সোমবার বিকেলে ক্যানিংয়ের রেলস্টেশনে ইতস্তত ঘুরছিল ওই যুবক। ওই যুবকের চেহারা ও কথাবার্তা দেখে সন্দেহ হয় কর্তব্যরত আরপিএফ পুলিশকর্মীদের। তাঁকে নিজেদের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। পুলিশকর্মীরা বুঝতে পারেন ওই যুবক কিঞ্চিৎ মানসিক ভারসাম্যহীন। আর সেই কারণেই বাড়ি থেকে দিকশূন্য হয়ে বেড়িয়ে পড়েছিলেন। এরপরেই  রেল পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সাথে। পাশাপাশি মিজোরাম এলাকাতেও স্থানীয় থানায় খোঁজখবর শুরু করেন পুলিশকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই পরিবারের খোঁজ মেলে। মনিপুর ইস্টে এলাকার বাসিন্দা বলে জানা যায়।

গতবছর ৯ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের সদস্যরা খোঁজ না পেয়ে ১২ই ডিসেম্বর স্থানীয় থানায় নিখোঁজ ডাইরি করেছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে দিলীপ বোটানিতে মাস্টার ডিগ্রীর পাশাপাশি পিএইচডি করেছে। চাকরির জন্য চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত চাকরি না মেলায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাঁর ডানহাত প্যারালাইসিসে আক্রান্ত হয়। এরপরেই মানসিক অবসাদের জেরে বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। শেষ পর্যন্ত রেল পুলিশের তৎপরতায় তাঁর খোঁজ মেলায় খুশি পরিবারের সদস্যরা। আর এই যুবককে পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি আরপিএফ পুলিশকর্মীরাও।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube