
নিউজটাইম ওয়েবডেস্ক : শতরান ফিরল রোহিতের ব্যাটে। আবার শতরান শুভমনের ব্যাটে। একদিকে তিন বছর পর একদিনের ক্রিকেটে শতরানে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে ফের শতরানে ঝলসে উঠলেন শুভমন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত করলেন ১০১ ও গিল ১১২। ওপেনিং জুটিতে ২০০ রানের ওপর জুটি গড়লেন। দু’জনেই রেকর্ড গড়লেন।
একদিনের আন্তজার্তিকে শতরানের নিরিখে রিকি পন্টিংকে ছুঁয়ে ফেললেন হিটম্যান। রোহিত-পন্টিং দু’জনের শতরানের সংখ্যাই ৩০। রোহিতের সামনে শুধু সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। সচিন ৪৯টি ও কোহলি ৪৬টি শতরান করেছেন একদিনের আন্তজার্তিকে। অন্যদিকে কেরিয়ারের চতুর্থ শতরান করার পাশাপাশি কোহলির একটি রেকর্ড ভাঙলেন গিল। কোনও তিন ম্যাচের সিরিজে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন। পাকিস্তানের বাবর আজমের পরেই আছেন গিল ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023