রুশা থেকে অনন্ত কেন এত ট্রোলিং?

নিউজটাইম ওয়েবডেস্ক : একদিকে অভিনেত্রী রুশা অন্যদিকে ভারতের শিল্পপতি মুকেশ অম্বানি-পুত্র অনন্ত অম্বানি, এই দুজনের মধ্যে তুলনা টানা হয় না সচরাচর। কিন্তু সম্প্রতি এই দুজনের মধ্যে বেশ মিল হয়েছে। এই দুজনই নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছেন, দুজনেই লাইমলাইটে থাকেন, ফলে তাঁদের সিদ্ধান্তের কথা আর গোপন থাকেনি।

একদিকে অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় বিয়ে করেছেন অনুরণন রায়চৌধুরীকে, অন্যদিকে অনন্ত অম্বানির সঙ্গে বাগদান হয়ে গিয়েছে রাধিকা মার্চেন্টের সঙ্গে। নেটিজেনদের অধিকাংশরই এই জুটিদের পছন্দ হয়নি। রুশার জীবনসঙ্গী অনুরণ্নকে পছন্দ হয়নি অনেকেরই।উচ্চতায় নাকি মিল নেই দুজনের। অন্যদিকে অনন্তর পাশে নাকি মানাচ্ছে না রাধিকাকে। কারণ অনন্ত নাকি ওজনদার।

নেট দুনিয়া এখন এই দুই জুটিকে নিয়ে সমালোচনায় মুখর হয়েছে। মিমে ছয়লাপ ফেসবুক। এই দুই জুটিকে তুমুলভাবে বিদ্ধ করার প্রয়াসে সক্রিয় ফেসবুকের নীতি পুলিশেরা।রুশা অনন্ত যখন কাকে জীবনসঙ্গী বাছবেন সেই মান্যতা নেটিজেনদের থেকে নেয়নি, তখন এই সমালোচনায় তো অবধারিত।কিন্তু নেটিজেনদের মধ্যে ব্যতিক্রমীরা বলছেন, কে কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, তাতে কী অন্য কারোর কিছু বলার রয়েছে?   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube